অকাল চড়ক উৎসব সুন্দরবনে


 বৈশাখের শেষে অকাল চড়ক উৎসবে মেতে উঠলো সুন্দরবনের মানুষ।


THE BENGALEE



চৈত্রে নয়,বৈশাখে হচ্ছে চড়ক উৎসব। সুন্দরবনের  দক্ষিণ কালীতলায়  চড়ক পূজা উপলক্ষে উৎসবের মেজাজ।



বাঙালীর বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম নীল পুজো চড়ক উৎসব। যা মূলত চৈত্র মাসের শেষেই উদযাপিত হয়ে থাকে।তবে কোনো কোনো জায়গায় বৈশাখের শেষে অকাল চড়ক উৎসবের ও প্রচলন রয়েছে।


এবছর, সুন্দরবন এলাকায় প্রথম বার আয়োজন করা হয় অকাল চড়ক উৎসব।দক্ষিন কালীতলায় এই চড়ক উৎসবে দুর দুরান্ত থেকে ভিঁড় জমিয়েছেন পুণ্যার্থীরা।

চড়ক উপলক্ষে বসেছে মেলা।তবে মেলা এবছর ষোলো তম বর্ষে পদার্পন করেছে।গত বছর পর্যন্ত মূলত চড়ক কে কেন্দ্র করেই এই মেলার আয়োজন করা হতো, এবছর থেকে বৈশাখের শেষে এই মেলার আয়োজন করা হয়েছে জানান উদ্যোক্তারা।

 ।


Post a Comment

0 Comments