লোকসভা ভোটের আগে ধাপে ধাপে বিজেপি প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। এবার তৃতীয় দফা ভোটের আগে ৬ জন প্রার্থীকে সুরক্ষা বাড়ানো হল। সেই তালিকায় রয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, ‘রাজমাতা’ অমৃতা রায়। এছাড়া নিরাপত্তা বাড়ছে বোলপুরের বিজেপি প্রার্থী সাধারণ গৃহবধূ পিয়া সাহা, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী, আরামবাগের অরূপ দিগর, উলুবেড়িয়ার অরুণ উদয় পালচৌধুরী, দমদমের শীলভদ্র দত্তর। তাঁরা এবার থেকে X ক্যাটাগরি নিরাপত্তা পাবেন বলে বিজেপি সূত্রে খবর।
0 Comments