দারিদ্রতা নিত্যসঙ্গী , চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকার স্বপ্ন দেখে সন্দেশখালীর মিঠু

 দারিদ্রতা নিত্যসঙ্গী , চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকার স্বপ্ন দেখে সন্দেশখালীর মিঠু।


THE BENGALEE


নুন আনতে পান্তা ফুরানো সংসার,দারিদ্রতার সঙ্গে লড়াই করে চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখে সন্দেশখালি র মিঠু মন্ডল।


গত কয়েকমাসে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে যে স্থান কে কেন্দ্র করে সেই সন্দেশখালীরই মাঝের পাড়ার ৮ নম্বর এলাকার বাসিন্দা রামকৃষ্ণ মন্ডল ও জবা করাতি মন্ডলের মেয়ে মিঠু। রাস্তার ধারে পুকুরপাড়ে এক চিলতে দর্মার  ঘরটুকুই সম্বল পরিবারের।  কলকাতায় রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করে যা উপার্জন হয় তাতে কোনক্রমে সংসার চালান রামকৃষ্ণ মন্ডল। 


এ বছর সন্দেশখালি রাধারানী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে বিদ্যালয়ের সর্বোচ্চ ৫৫৭ নাম্বার পেয়েছেন মিঠু মন্ডল।দারিদ্রতা যার নিত্যসঙ্গী, সেই মিঠুর নিজের প্রচেষ্টায় ও বিদ্যালয়ের শিক্ষক দের সহযোগিতায় এই নম্বর প্রাপ্তি কে রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন স্থানীয় মানুষজন থেকে তার বিদ্যালয়ের শিক্ষক রা। বিজ্ঞান বিভাগে মিঠু সব বিষয়ে আশি শতাংশ নম্বর পেয়েছে।

আগামীদিনে বিজ্ঞান বিভাগেই পড়াশুনা চালিয়ে যেতে চায় মিঠু।



THE BENGALEE


মিঠু জানায়, মাধ্যমিক পরীক্ষার সময় সন্দেশখালির পরিস্থিতি নিয়ে আতঙ্কে ছিলাম। সেই সময় সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি ছিলো। পরীক্ষার  সময়  পরীক্ষা কেন্দ্র যাওয়া থেকে শুরু করে পড়াশোনা  সমস্যা সমস্যা তো ছিলো।




তবে হার না মানা মিঠু স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার কিন্তু বাদ সাধতে পারে চরম দারিদ্রতা। মিঠুর মা জানান,"মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই মনোযোগী।পড়াশুনার জন্য মামারবাড়ি থেকে সাহায্য পেয়েছে। এখন কলকাতায় বিজ্ঞান নিয়ে পড়তে চায় কিন্তু অনেক খরচ, কি করে চালাবো ভেবে উঠতে পারছিনা। যদি কোন সহৃদয় ব্যক্তি ওর পড়াশোনার জন্য সাহায্য করতে চায় আমরা কৃতজ্ঞ থাকব তাদের কাছে। ওর অন্তত স্বপ্নটা পূরণ হবে"।



মিঠুর স্কুলের প্রধান শিক্ষক সমীর খান জানান- "মিঠু বরাবরই মেধাবী, আমরা ওকে পড়াশোনায় সব রকম সাহায্য করেছি ,ভবিষ্যতে ওর পাশে থাকবো।


সন্দেশখালির মিঠু, চিকিৎসক হতে চায়, পড়াশুনা গিয়ে নিয়ে যেতে সাহায্য চায় এই ছাত্রী


দারিদ্রতা, অভাব অনটন কে হারিয়ে মিঠু তার স্বপ্ন পূরন করতে পারবে কিনা সেটা সময়ই বলবে।তবে সন্দেশখালির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও  জীবন সংগ্রামে এগিয়ে চলা মিঠু রা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে ও সন্দেশখালির পড়ুয়াদের উৎসাহের কারন হয়ে উঠবে তা বলা যায়।


https://youtu.be/gSFlIxdZ16w?feature=shared



 

Post a Comment

0 Comments