যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাসনাবাদে।
THE BENGALEE , হাসনাবাদ
হাসনাবাদের রামেশ্বরপুর খডুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় রামেশ্বরপুর খড়ুর এলাকায় একটি খালের ধারে ওই যুবকের দেহ দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা।থানায় খবর দেওয়া হলে হাসনাবাদ থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রামেশ্বরপুর খোষালের মোরে বাড়ি মৃত ওই যুবকের নাম মোফার গাজী বছর (৩৭) ৷ মৃত মোফার গাজীর ছেলের দাবি গত দুদিন আগে স্থানীয় আনারুল গাজী ওরফে মগায় নামে এক যুবক এসে ডেকে নিয়ে যায় তার বাবাকে । তারপর থেকে গত দুদিন পরিবারের সাথে কোন যোগাযোগ ছিলোনা মোফারের । এরপর রবিবার ভোরে মোফারের নিথর দেহ পাওয়া যায় রামেশ্বরপুরের খরুর খালের ধারে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।।
0 Comments