যুবকের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

THE BENGALEE 

সন্দেশখালির বেড়মুজুর গ্রামের  ১৫ বছরের নাবালিকাকে  যৌন নির্যাতন ও ধর্ষনের চেষ্টার  অভিযোগে গতকাল রাতে ইন্দ্রভূষণ সাউ নামে  কুড়ি বছরের এক যুবককে গ্রেফতার  করে সন্দেশখালি থানার পুলিস। আজ অভিযুক্ত যুবককে ১০ দিনের পুলিসি হেপাজাত চেয়ে  বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

১০ দিনের পুলিসি হেপাজাত চেয়ে যুবককে  বসিরহাট মহকুমা  আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেপাজাতে রাখার নির্দেশ দেন।


Post a Comment

0 Comments