জলজ নমুনা সংগ্রহ, দেশীয় মাছের প্রজাতির অনুসন্ধান ও সচেতনতা শিবিরের মাধ্যমে নদী রক্ষা অভিযান


THE BENGALEE

 ICAR - সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (কেন্দ্রীয় অন্তর্স্হলীয় মৎস্য গবেষণা কেন্দ্র), ব্যারাকপুর নমামি গঙ্গে প্রকল্পের ( তৃতীয় পর্যায়ে) অধীনে বছরের বর্ষার শুরুর আগে আগেই এক কর্মসূচি গ্রহণ করেছে| গঙ্গার নিম্নঅববাহিকা , বিভিন্ন শাখা নদী, উপনদী থেকে শুরু করে সুন্দরবনের নিম্নাংশ পর্যন্ত বিভিন্ন জলজ নমুনা সংগ্রহ, দেশীয় মাছের প্রজাতির অনুসন্ধান ও সচেতনতা শিবিরের মাধ্যমে নদী রক্ষা অভিযান |



গত ৬ মে ২০২৪ তারিখ থেকে ইচ্ছামতী নদীর নিম্ন অববাহিকার বসিরহাটের ইটিন্ডা থেকে শুরু করে নিম্নভাগের হেমনগরের কালিতলা  পর্যন্ত এছাড়া রায়মঙ্গল, কালিন্দী, গোমতী ও হুগলী- মাতলা নদীতে  ফ্লিড পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা, নমুনা সংগ্রহ ও অনুসন্ধান করা চলছে, বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ও ইলিশ মাছের বংশ বৃদ্ধি করার উদ্দেশ্যে | এই সমস্ত কর্মকাণ্ড টি প্রতিষ্ঠানের নির্দেশক মহাশয় ডক্টর বসন্ত কুমার দাসের ঐকান্তিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে| ডক্টর দাস বলেন, পশ্চিমবঙ্গ বিভিন্ন নদী খাল বিলে সমৃদ্ধ, এই রাজ্যের মুর্শিদাবাদ, নদীয়া থেকে দুই চব্বিশ পরগণা এই অঞ্চল দিয়ে বহু নদী প্রবাহিত হয়ে বিশ্বের বৃহত্তম 'বদ্বীপ' বা 'ডেল্টা' তৈরি হয়েছে, যা জলজ জীববৈচিত্র্য সম্ভারে পরিপূর্ণ|



 প্রায় বিগত এক দশক ও তার বেশি সময় ধরে দেখা যাচ্ছে গঙ্গার নিম্ন অববাহিকা ও এই এসচুয়্যারি অঞ্চলে দেশীয় মাছের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে | 



আরেকটি উল্লেখ্যযোগ্য বিষয় হলো, ইলিশ মাছ যা কিনা পশ্চিমবঙ্গের রাজ্য মাছ, তার উৎপাদন ও দিন দিন কমে যাচ্ছে, বিগত ১০ - ১৫ বছর আগে এই নদী গুলোতে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের দেখা মিলতো, কিন্তু বর্তমানে তার দেখা মেলা দুস্কর| আমাদের সংস্হার তরফ থেকে বছরের ঋতু প্রর্যায়ে এইধরণের কর্মসূচি বাস্তবায়িত করা হয়ে থাকে, এবং এই ধরনের কর্মসূচি থেকে জানা যাবে কি কি কারণ সমূহের ফলাফল স্বরূপ এই দেশীয় মাছের বিলুপ্তির কারণ ও বর্তমান নদীর স্বাস্হ্য সম্পর্কে| সংস্থার এক প্রকল্প বৈজ্ঞানিক, ডক্টর সৌরভ কুমার নন্দী বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন সচেতনতা কর্মসূচি ও প্রযুক্তির মাধ্যমে মৎস্যজীবী ভাইবোনদের এই নদী , খাল, বিলে আরো উন্নত ও উপযুক্ত মাছ ধরা ও প্রতিপালনের জন্য অবগত করে চলেছি|

এই ৫ দিন ব্যাপী কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ কুমার নন্দী, অর্ঘ্য কুনুই, অয়ন বিশ্বাস, এথিস ডি সি প্রমুখ প্রজেক্টের আধিকারিকগণ|

Post a Comment

0 Comments