সুন্দরবনের ইছামতী নদীতে মৎস্যজীবিদের জালে বিশাল আকারের চাকুল মাছ ।।
THE BENGALEE
উত্তর ২৪ পরগনার সুন্দরবনের ইছামতী নদীতে পাওয়া গেল বিশাল আকারের চাকুল মাছ। এই মাছ দেখার জন্য ভিঁড় জমালো সাধারণ মানুষ। ভিড় দেখে আপনার মনে হতেই পারে কোন মেলা বসেছে। বিশাল আকারের এই চাকুল মাছ এই বাজারে নিয়ে যাওয়া হল ভ্যান রিক্সায়, যা দেখে দূর থেকে এক নিমেশে মনে হবে এ যেন এক ভ্যান মাছ। এলাকার মৎস্যজীবীরা হিঙ্গলগঞ্জের মৎস্য আড়তে নিয়ে আসে মাছটিকে। ওজন করে দেখা যায় মোট ওজন প্রায় ৮১ কেজি । যার কেজি প্রতি মূল্য আনুমানিক ৩৫০ টাকা। যার লম্বা প্রায় ৫ হাত ও চওড়া ৪হাত। এই মাছটি ধরা পড়েছে মৎস্যজীবীর জালে। এরকম মাছ সচারাচার পাওয়া যায় না বা দেখা যায় না বলে জানান মৎস্যজীবিরা। এটি এখন বিলুপ্তপ্রায় বলা যায় বলে জানান তারা। এইরকম একটি মাছ পেয়ে স্বভাবতই খুশি মৎস্যজীবীরা।
0 Comments