টাকী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে মার্তৃ সম্মেলনের আয়োজন তৃণমূলের

 টাকী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে মার্তৃ সম্মেলনের আয়োজন তৃণমূলের। 

THE BENGALEE 




আগামী ১ লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন।এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। হাজী নুরুল ইসলামের সমর্থনে জোর কদমে প্রচার কর্মসূচী চালাচ্ছে তৃণমূল কর্মী সমর্থক থেকে নেতৃত্ব রা।



 প্রচারের অঙ্গ হিসাবে সোমবার, সন্ধ্যায় টাকী পৌরসভার ৬ নং ওয়ার্ডে, মার্তৃ সন্মেলনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। ৬ নং ওয়ার্ডের প্রায় পাঁশ শতাধিক মহিলা এই সন্মেলনে যোগ দেন।সন্মেলনে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।ছিলো।ভিডিও সেশানের ব্যাবস্থাও। আলোচনা সভা শেষে ছিলো নৈশভোজের ব্যাবস্থাও । স্থানীয় এক অনুষ্ঠান বাড়িতে আয়োজিত এই সন্মেলন চলা কালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও। সুজিত বসু কে উলু ধ্বনীতে আহ্বান জানান সভায় উপস্থিত মহিলারা।





Post a Comment

0 Comments