বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী নিরাপদ সরদারের সমর্থনে সভায় উপস্থিত গৌতম দেব।
THE BENGALEE
বসিরহাট লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই (এম) প্রার্থী নিরাপদ সরদারের সমর্থনে মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয় টাকী পৌর সাংস্কৃতিক মঞ্চে। সভাপতিত্ব করেন শক্তি মুখার্জি। নিরাপদ সরদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা গৌতম দেব, মৃণাল চক্রবর্তী, সিপিআই নেত্রী ভ্রান্তি অধিকারী ও কংগ্রেস নেতা অমিত মজুমদার।
সভা থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান গৌতম দেব সহ বক্তারা।
গৌতম দেব বলেন, আর এস এস বিজেপির জিয়নকাঠি। নীরবে নিভৃতে আর এস এস গ্রামে শহরে সাম্প্রদায়িকতার বিষ ঢালছে।আর এস এস তথা বিজেপি বুঝে গেছে এবার আর তারা ক্ষমতায় আসতে পারছে না। তার কথায়, চার দফা নির্বাচন হয়ে গেল,এবার বিজেপি ২০০র বেশি আসন পাবে না। পশ্চিমবঙ্গে তাদের আসন সংখ্যাও অর্ধেক হয়ে যাবে বলে মনে করেন প্রবীন এই বাম নেতা।মোদি মমতা সেটিং এর অভিযোগ করে তিনি বলেন সর্বভারতীয় ক্ষেত্রে মমতা জোটে থেকেও নেই। মমতাও বুঝে গেছে মোদি এবার আর ক্ষমতায় আসছে না।
সম্প্রতি সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে গৌতম দেব বলেন,শেখ শাহজাহানের এ পর্যন্ত ২৬০কোটি টাকার হদিস পেয়েছে ইডি।এত অল্প বয়সে এত টাকা কোথা থেকে পেল?এই প্রশ্ন তুলে তিনি বলেন,সন্দেশখালি তেভাগার মাটি কৃষক সংগ্রামের মাটি। সেই মাটিতে লালঝান্ডাকে পুনোঃপ্রতিষ্ঠিত করতে বেকারের স্বপ্ন পূরণ করতে, সন্দেশখালির মানুষের হক আদায় করতে নিরাপদ সরদারকে জয়ী করার আহ্বান জানান।
সভায় উপস্থিত বাম নেতা মৃণাল চক্রবর্তী বলেন এবারের নির্বাচনে মানুষের উৎসাহ বাড়ছে। বসিরহাট বামপন্থী ও কংগ্রেসীদের মাটি। সেই মাটিতে চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে জেতাবেন,না কি চরম সাম্প্রদায়িক দল বিজেপিকে জেতাবেন,না কি বসিরহাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে লাল ঝান্ডার প্রার্থী নিরাপদ সরদারকে জেতাবেন, তা ঠিক করতে হবে আপনাদেরই। দেশের সংবিধান সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে নিরাপদ সরদারকে জয়ী করার আহ্বান জানান তিনি।
প্রার্থী নিরাপদ সরদার বলেন,দেশ বিপদের মধ্যে,দেশকে বাঁচাতে হবে। দেশের সংবিধানকে রক্ষা করতে হবে।তাই এবারের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি এবং তৃণমূল দুটো দলই দেশ তথা এই রাজ্যের পক্ষে বিপজ্জনক। সভায় বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
THE BENGALEE
0 Comments