ব্রাত্য বসুর ‘মধ্যস্থতা’য় বৈঠক! শনিবার দুপুরে ডেরেক ও ব্রায়েনের বেকবাগানের দপ্তরে আধঘণ্টার বৈঠকে ছিলেন ‘অভিমানী’ কুণাল ঘোষ (Kunal Ghsoh)। তাতে কি ‘বরফ গলল’? ‘দুঃখ’ মিটল? ‘তাৎপর্যপূর্ণ’ আলোচনা সেরে বেরিয়ে ‘অভিমানী’ কুণাল ঘোষের গলায় আবার গানের সুর। শোনালেন, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে।’ সঙ্গে জানিয়ে দিলেন, “তৃণমূলে ছিলাম, আছি, থাকব।” যদিও ‘মধ্যস্থতা’র কথা মানতে রাজি হননি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র ব্রাত্য বসু।
0 Comments