বাড়ছে দমকা হাওয়া, বাড়ছে বৃষ্টি, উদ্বেগ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায়
আয়লা, আমপানের পর ফের এক মে মাস, ফের বাংলা য় আছড়ে পড়তে চলেছে এক ঘুর্নিঝড়।
ঘূর্ণিঝড় রিমালের ল্যান্ড ফলের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে হাওয়ার বেগ। হিঙ্গলগঞ্জ, যোগেশগঞ্জ, সাহেবখালি ও হেমনগর এলাকায় ইতিমধ্যেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। আমফানের ক্ষত মনে করেই ফের আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষ। আয়লা ও আমফান,ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের পরে বারবার নদীবাঁধ মেরামতের দাবি উঠলেও পাকাবাঁধ নির্মাণ করা হয়নি এমন টাই অভিযোগ নদী তীরবর্তী এলাকার মানুষের। ঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক রেসকিউ সেন্টার খোলা হয়েছে। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের রেসকিউ সেন্টারে সরিয়ে নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
0 Comments