রেমালের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা, পথ অবরোধ করে বিক্ষোভ হাসনাবাদে।
THE BENGALEE
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হাসনাবাদের বরুনহাট গৌড়েশ্বর ব্রীজের সম্মুখে, বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
রেমাল চলে গেলেও তার ফল ভুগতে হচ্ছে গ্রামবাসীদের, রেমালের পর থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার বরুনহাট সংলগ্ন এলাকায়।ফলত সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন।সমস্যা থেকে নিস্তার পেতে বিভিন্ন আবেদন নিবেদনেও কাজ হয়নি তাই অগত্যা বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে বিক্ষোভে সামিল হন তারা।
বিক্ষোভকারীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলেই এই ধরনের অচলাবস্থা তৈরি হয়। দ্রুত কোন পদক্ষেপই নেওয়া হয় না হিঙ্গলগঞ্জ পাওয়ার সাপ্লাই এর পক্ষ থেকে। প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও স্বাভাবিক সময়েও এই ধরনের বিদ্যুৎ বিভ্রাটে তাদের ভুগতে হয় বলেই জানান তারা।
দ্রুত বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবি জানান তারা।
এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এই সমস্যার দ্রুত সমাধান না হলে পরবর্তী ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান তারা।পাশাপাশি স্থানীয় বাজার এলাকায় জাম্পিং স্টেশান তৈরির ও দাবি করেন গ্রামবাসীরা।
0 Comments