টাকীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও মিছিল তৃণমূলের

 টাকীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও মিছিল তৃণমূলের।


THE BENGALEE DESK



আগামী ১ লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন।নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক কর্মসূচী, প্রচার অভিযানে জোর দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি। রবিবার, টাকী পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার কর্মসূচী ও জন সংযোগ করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন টাকী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধি রা।



টাকী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নির্বাচন বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর গোবিন্দ সরকার সহ, টাকী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাশ সহ অন্যান্নরা।তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে হাসনাবাদে পদযাত্রায় পা মেলান স্থানীয় মহিলারা।





THE BENGALEE 

১৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি এদিন টাকী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী রনকৌশল নির্ধারন করতে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়  তৃণমূলের তরফে। 




৭ নং ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন স্থানীয় কাউন্সিলর,  তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।



রবিবার বিকালে টাকী পৌরসভার ৬ নং ওয়ার্ডে হাজী নুরুল ইসলামের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয়। টাকী শহর তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ দাশের নেতৃত্বে টাকী পৌরসভার সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।৬ নং ওয়ার্ডের দাশ পাড়ায় গিয়ে শেষ হয় এই পদযাত্রা। পদযাত্রা শেষে একটি পথসভারও আয়োজন করা হয় তৃণমূলের তরফে।পথসভায় মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।




Post a Comment

0 Comments