বসিরহাটে "স্ক্রাব টাইফাস "আতঙ্ক ।
THE BENGALEE, বসিরহাট
বসিরহাটে স্ক্রাব টাইফাসে আক্রান্ত সাড়ে আট বছরের এক শিশু। বসিরহাটের ১১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার ঘটনা ।
শিশুটির বাবার দাবি-গত বারো দিন ধরে নীলাদ্রি জ্বরে ভুগছে । প্রথমে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখান তারা কিন্তু বেশ কয়েকদিন তার ওষুধ খেয়েও কোন কাজ হয়নি। দু ঘণ্টা পর পর ১০৪ জ্বর উঠে যাচ্ছিল । এরপর ওই ডাক্তারের উপর ভরসা না রেখে অন্য একটি ডাক্তারের কাছে নিয়ে যায় নীলাদ্রির পরিবার । সেই ডাক্তার দেখে বুঝতে পারে নীলাদ্রির "স্ক্রাব টাইফাস " হয়েছে । ওই চিকিৎসক নীলাদ্রির রক্ত পরীক্ষা করতে দেন এবং তাতে পজিটিভ রিপোর্ট আসে । রীতিমতো চিন্তিত নীলাদ্রির পরিবার । পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ আক্রান্ত শিশুর বাবার
0 Comments