পরিবেশের দূষনের স্ট্যাটাস জানাতে সরকারী উদ্যোগ বাদুড়িয়ায় বসছে নতুন টাওয়ার-ডিসপ্লে


 পরিবেশের দূষনের স্ট্যাটাস জানাতে সরকারী উদ্যোগ বাদুড়িয়ায় বসছে নতুন টাওয়ার-ডিসপ্লে



THE BENGALEE, বসিরহাট 

বাদুড়িয়া  পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এর পৌর ম্যারেজ হল সংলগ্ন স্থানে বসানো হলো পলিউশন দপ্তরের তরফে একটি টাওয়ার । মূলত এই টাওয়ার এর কাজ হবে এলাকার পলিউশন কেমন আছে তা ডিসপ্লের মাধ্যমে জানানো।  । ডিসপ্লেটি বসবে বাদুড়িয়া পৌরসভার নবনির্মীয়মান ভবনের গায়ে, আগামী দিনে বাদুড়িয়া পৌর এলাকায় পলিউশনের মাত্রা কেমন থাকবে তা জনসাধারণ ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখতে পাবে।টাওয়ার বসানোর কাজ শেষ, ডিসপ্লে বসানোর কাজও শীঘ্রই শেষ হবে এমনটা জানালেন বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য।, এই বিষয়ে পৌর প্রধান দীপঙ্কর ভট্টাচার্য আরো জানান পলিউশনের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর ও বাদুড়িয়া পৌরসভা যৌথভাবে কাজ করবে।

Post a Comment

0 Comments