জিততে পারলেই পুরস্কার পাবেন ১০ কেজির আস্ত ছাগল.

 




জিততে পারলেই পুরস্কার পাবেন ১০ কেজির খাসি। 

..

THE BENGALEE 


সুন্দরবনের ১৩ নং স্যান্ডেলের বিল গ্ৰামে ঐতিহাসিক হিন্দুস্তান পাকিস্তান মাঠে আকর্ষণীয় ফুটবল খেলার উপহার আস্ত ছাগল।



WATCH VIDEO👆

স্থানীয়রা জানান, এই খেলা প্রায় ৩০-৩৫ বছর ধরে চলছে ।এই খেলার  পুরষ্কার হিসাবে  ট্রফি,শিল্ড,নগদ টাকা, বিভিন্ন ধরনের পুরস্কারের রীতিই চালু ছিলো। কিন্তু অধুনা নিয়ম বদলিয়েছে। ট্রফির বদলে পুরস্কার হিসাবে এসেছে ছাগল।

 ২০২৪ সালে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে খেলার সূচনা পর্ব। বিয়ে যেভাবে হয়, ঠিক সেই ভাবেই মালা বদল করে  শুরু হয় খেলা।পরস্পর প্রতিদ্বন্ধী দুটি দলের একটিতে থাকছে মেয়ের বাবারা, আরেকটি দলে থাকছে ছেলের বাবারা। ৩০ মিনিটের এই খেলার পুরষ্কার হিসাবে আছে, তিনটি তিন রংয়ের খাসি। এক একটি ছাগলের ওজন প্রায় ১০ কেজি ।এই খেলা দেখার জন্য বিভিন্ন গ্ৰাম থেকে ক্রীড়া প্রেমীরা ভিঁড় জমান হিন্দস্তান পাকিস্তান মাঠে।




 

Post a Comment

0 Comments