মাঝ রাতে, অজ্ঞাত পরিচয় মহিলার চিকিৎসা করালেন স্থানীয় যুবকরা

 মাঝ রাতে, অজ্ঞাত পরিচয় মহিলার চিকিৎসা করালেন স্থানীয় যুবকরা


THE BENGALEE,


বসিরহাট 



মানুষ মানুষের জন্য।বর্তমান গতিময়তা,আধুনিকতার যুগেও কিছু মানুষ বারংবার প্রমাণ করে দেন যে মানুষ সমাজবদ্ধ জীব, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত মাজমপুর মেছোভেড়ি সংলগ্ন এলাকার কয়েকজন যুবক আবারও প্রমাণ করলো মানবতাই শ্রেষ্ঠ ধর্ম।


স্থানীয় সূত্রে জানা যায় মাঝরাতে হাড়োয়া রাজারহাট রোডের মাজমপুর মেছো ভেড়ি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ের বছর ৩৫ এর এক মহিলা আহত রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। স্থানীয় কয়েকজন যুবক হাড়োয়ায় নিজেদের কাজ মিটিয়ে  বাইকে চেপে বাড়িতে ফিরছিলেন, বিষয়টি তাদের নজরে আসে, দায় এড়িয়ে না গিয়ে তড়িঘড়ি ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ওই মহিলার মাথায়  তিনটি সেলাই পড়েছে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তবে কিভাবে তিনি আহত হলেন আর কেনই বা তিনি রাতের অন্ধকারে রাস্তার পাশে পড়েছিলেন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার ঠিকানা জানার জন্য খোঁজ চালানো হচ্ছে। যুবকদের এই মানবিক উদ্যোগ দেখে ধন্যবাদ জানিয়েছেন হাড়োয়ার মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা তিনি বলেন এভাবেই মানুষের বিপদে মানুষকে এগিয়ে আসতে হবে তবেই আগামী দিনে সুস্থ সমাজ গড়ে উঠবে।

Post a Comment

0 Comments