পুলিশকে মারধোরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

 


পুলিশ কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচ



 গতকাল সন্দেশখালীর বেড়মজুরে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার ৫ । গতকাল বেড়মজুরে সন্দেশখালি থানার SI সাগির গাজীকে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা । SI সাগির গাজীর মাথা ফেটে যায় এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত লাগে । সেই ঘটনায় ৫ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে সন্দেশখালি থানার পুলিশ । 



তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে আনা হলো ।


Post a Comment

0 Comments