দীর্ঘ অপেক্ষা!!কংগ্রেস ক্ষমতায় আসলে তবেই সরকারী ঘর নেবেন- হিঙ্গলগঞ্জের বছর আশির ফজর আলী।
THE BENGALEE
হিঙ্গলগঞ্জ
রাহুল গান্ধী কে দেশের আগামী প্রধান মন্ত্রী দেখতে চান ।তিনি প্রধানমন্ত্রী হলে তবেই সরকারী সহযোগিতা নেবেন
হিঙ্গলগঞ্জের বছর আশির এই বৃদ্ধ।
রাজনৈতিক কর্মী থেকে নেতা, নেত্রী, যে কোন নির্বাচনের আগে ও পরে দল পরিবর্তন যখন প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে । রাজনৈতিক নীতি আদর্শ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়ায় যে যুগে।রাজনীতির নীতি জলাঞ্জলী দিয়ে স্বার্থ,কুৎসা থেকে রাজনৈতিক তরজায় যখন ভরে যাচ্ছে রাজনীতির ময়দান,সেই সময়কালে দাঁড়িয়েও নিজের দলের প্রতি কিছু মানুষের আস্থা,ভালোবাসা দৃষ্টান্ত হয়ে থাকে।
তেমনই এক কংগ্রেস সমর্থক হিঙ্গলগঞ্জের ফজর আলি।
ইন্দিরা গান্ধী সময়ের এই কংগ্রেস সমর্থক আশা করেন রাহুল গান্ধীই দেশের আগামী প্রধানমন্ত্রী হন।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের বাসিন্দা ফজর আলী গাজী। আর্থিক ভাবেও খুব একটা স্বচ্ছল নয় ,সম্বল বলতে একটি ভাঙ্গা ঘর!শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মী সমর্থকরা বারংবার তাকে কোন সাহায্য করতে এগিয়ে আসলেও সাহায্য নেন না তিনি।তিনি চান তার দল অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় আসুক,আর দলের কান্ডারী হিসাবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে তাকে সাহায্য করলে তবেই তিনি নেবেন! অধিকাংশ সময় রাহুল গান্ধীর ছবি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান এই বয়োবৃদ্ধ । রাহুল গান্ধী একবার হিঙ্গলগঞ্জে আসুক ও তার সাথে সাক্ষাৎ হোক চান, ফজর আলী।
প্রায়সই আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ ওঠে, কিন্তু আবাসের সাহায্য পাওয়ার যোগ্য হয়ে, শাসক দলের সহযোগিতা র আশ্বাস পেয়েও আবাস যোজনার ঘর নিতে প্রত্যাক্ষান করা তাও শুধু নিজের দলের সুদিনের আশায়, এরকম দৃষ্টান্ত সত্যই বিরল।
ফজর আলির মতো এই মানুষগুলো যে কোন রাজনৈতিক দলের অহঙ্কার।।
0 Comments