১৪ দিনের জেল হেফাজত শেষে বসিরহাট আদলতে পেশ
করা হলো শেখ শাহজাহান কে।
THE BENGALEE
বসিরহাট
বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো সন্দেশখালি কান্ডে গ্রেপ্তার হওয়া শেখ শাহাজান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ বেশ কয়েকজনকে। ১৪ দিন জেলে হেপাজতে থাকার পর আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ গাড়িতে শেখ শাহাজান কে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তার অনুগামীরা। শেখ শাহাজাহান বলেন আমি বলেছিলাম তৃণমূল জিতবে।
0 Comments