ছাদের দরজা ভেঙে হাসনাবাদ তকিপুরে এক বাড়িতে দুই লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ।
সৌরভ দাশ, হাসনাবাদ
উত্তর চব্বিশ পরগনার আমলানী পঞ্চায়েতের তকিপুরে এক বাড়িতে সোনার গহনা, রেসিং সাইকেল সহ দুই লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ। মঙ্গলবার ভোর বেলা ঘুম ভাঙতেই আলমারির লকার খোলা অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা।সোনার গহনা সহ বেশ কিছু জিনিস খোয়া গেছে বলে দেখেন তারা। এরপর ছাদের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান,ভাঙা দরজার পাশেই ছড়ানো ছিটানো ছিলো ঘরের চাবি । পরিবারের সদস্যরা জানান, যে ঘরে চুরি হয়েছে সেখানেই ঘুমাচ্ছিলেন তারা,তাদের মাথার বালিশের তলায় রাখা ছিলো চাবি, ঘরে ঢুকে বালিশের তলা থেকে সেই চাবি নিয়ে আলমারি খুলে চুরি করে চম্পট দেয় চোর।ভুনাক্ষরেও টের পাননি ঘরে থাকা কেউই।
ঘটনায় হতবাক হয়ে পরেন পরিবারের সদস্যরা, খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়।
বুদ্ধদেব মন্ডল জানান,সোনার গহনা সহ, ছেলের নতুন রেসিং সাইকেল ও নগদ টাকা খোয়া গেছে। অনিতা মন্ডল জানান সবমিলিয়ে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার জিনিস চুরি হয়েছে।
0 Comments