রাতের অন্ধকারে দুঃসাহসী চুরি।।
THE BENGALEE, হিঙ্গলগঞ্জ।।
উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কেতারচকের ঘটনা।
হাসনাবাদ থেকে নেবুখালী গামী রাস্তা সংলগ্ন স্থানের ঘটনা। রাতের অন্ধকারে দুঃসাহসী চুরি, গেটের শেকল কেটে পর পর দুটি বাড়ির থেকে টোটো গাড়ি উধাও।এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কেতারচক গ্রামে। খোয়া যাওয়া টোটোর মালিক দ্বয় সুশান্ত মন্ডল ও গৌরাঙ্গ মন্ডল। তাদের কথায় আর্থিক অনটন তাদের নিত্যসঙ্গী , টোটো চালিয়ে কোন রকমে সংসার অতিবাহিত করেন।চুরির ঘটনার পর কিভাবে সংসার চালাবেন সেই চিন্তাতেই মাথায় হাত দুজনেরই।
প্রশাসনের দ্বারস্থ হয়েছে দুই পরিবারই, হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন
স্থানীয় জনপ্রতিনিধি বিধান মণ্ডল।
0 Comments