পানীশ জলের দাবিতে বিক্ষোভ

 রোদ-বৃষ্টি মাথায় করে প্রতিদিন নদী পার হয়ে আনতে যেতে হয় পানীয় জল,সমস্যা সমাধানে র দাবিতে বিক্ষোভ মহিলাদের। 

সৌরভ দাশ,হিঙ্গলগঞ্জ

হিঙ্গলগঞ্জের রূপামারি গ্রামপঞ্চায়েতের কুমিরমারি এলাকার ঘটনা ।রবিবার পানীয় জলের দাবিতে হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। 

বিক্ষোভকারীদের দাবি_পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে এই কুমিরমারি এলাকায় পানীয় জলের সমস্যা চলছে । গ্রামের কোথাও কোথাও কল আছে কিন্তু জল নেই। পানীয় জল আনতে নদী পার হয়ে ওপারে যেতে হয়।  নদী পারাপার করে জল আনতে গিয়ে দুর্ঘটনার কবলেও পরতে হয়। কিন্তু তবুও যেহেতু  পানীয় জলের দরকার তাই অগত্যা নদী পার হয়ে যেতে হয়। 

তাদের কথায় আমফানের পর থেকে নদীর বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে প্রতিটি পুকুর জলাশয়ের জল নোনা হয়ে গেছে । সেটা ব্যবহার যোগ্য নেই । তবুও স্নান এবং অন্যান্য কাজে কষ্ট করে এলাকার মানুষ ব্যবহার করে । কিন্তু পানীয় জল আনতে যেতে হয় দূরে নদী পার হয়ে ।

এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে তাদের এই দুর্দশার কথা জানিয়েছেন বলেই দাবি তাদের। কিন্তু আজ পর্যন্ত কোন সমস্যার সমাধান হয়নি। তাই গ্রামের মানুষের ক্ষোভের প্রতিফলন এই বিক্ষোভ ।

যদিও এই বিক্ষোভের পর রূপমারি পঞ্চায়েতের প্রধান_সাবিত্রী সিং বলেন-জলের সমস্যা আছে শুনলাম , যাতে দ্রুত সমস্যার সমাধান হয়  তার পদক্ষেপ নেবো।  ।


Post a Comment

0 Comments