চোরাই বারো টি গ্যাসের সিলিন্ডার ও একটি মিনি ট্রাক সহ গ্রেপ্তার দুই।



চোরাই বারো টি গ্যাসের সিলিন্ডার ও একটি মিনি ট্রাক সহ গ্রেপ্তার দুই।

বসিরহাট



বসিরহাট থানার সিবহাটি এলাকার ঘটনা । ঘটনায় ধৃত আসাদ মোল্লা ও হাফিজুল মন্ডল  । গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার শিবাটি এলাকায় পুলিশ একটি মিনি ট্রাক আটকায় , সেই মিনি ট্রাক থেকে ১২ টি বিভিন্ন কোম্পানির চোরাই রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে  এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । গাড়িটি এবং গ্যাসের সিলিন্ডার গুলি আটক করে পুলিশ ।ওই দুই ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয় ।


Post a Comment

0 Comments