রোগী মৃত্যুর ঘটনায়, বসিরহাট জেলা হাসপাতালে ভাঙচুর
THE BENGALEE,
বসিরহাট
রোগী মৃত্যুকে কেন্দ্র করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর । হাসপাতালের, ওয়ার্ড বয়,নিরাপত্তা কর্মীদের মারধর মৃতের আত্মীয়-পরিজনদের।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ার নারকেলবেড়িয়া এলাকার বাসিন্দা সামাদ মন্ডল নামে বছর পঁয়ত্রিশের এক যুবক কে অসুস্থ অবস্থায় এনে বসিরহাট জেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার সকাল ১০ টা নাগাদ মৃত্যু হয় ওই যুবকের। হাসপাতাল সুত্রে জানা গেছে চিকিৎসা চলাকালীন কর্তব্যরত চিকিৎসক ওই যুবকের পরিবারকে রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে কলকাতায় নিয়ে যেতে হবে বলেও জানান বলে জানা গেছে । কিন্তু রোগীর আত্মীয়রা সেই কথায় কর্ণপাত করে নি ।রোগীর আত্মীয়দের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে এসে মৃত দেহ গাড়িতে তোলার পর হাসপাতালে ঢুকে নার্সদের পাশাপাশি ওয়ার্ড বয়, নিরাপত্তা কর্মী ও হাসপাতালে ড্রেসিং করতে আসা রোগী ও রোগীর আত্মীয়দের মারধর করে ও হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। ঘটনার সময় চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দল ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মারধোরের ঘটনায় দশ জন আহত বলে জানা গেছে, তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলশ।পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় হাসপাতাল চত্বর।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
0 Comments