সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভকে ভাইফোঁটা।
সৌরভ দাশ,হিঙ্গলগঞ্জ
সুন্দরবন কে বাঁচাতে ম্যানগ্রোভ কে ভাই ফোঁটা দিয়ে ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা সুন্দরবনের বোনেদের ।
ম্যানগ্রোভ বাঁচলে নদীর বাঁধ বাঁচবে , নদীর বাঁধ বাঁচলে গ্রাম বাঁচবে , আর গ্রাম বাঁচলে সুন্দরবনের মানুষ বাঁচবে কৃষি জমি বাঁচবে, বাঁচবে মাছের ভেড়ি। এক কথায় বলতে গেলে জনজীবন বেঁচে যাবে। ফী বছর ঘূর্ণিঝড়ে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়া থেকে রক্ষা করতে ও পারে এই ম্যানগ্রোভ । ম্যানগ্রোভ বাঁচলে ঘর ছেড়ে থাকতে হবে না হাজার হাজার মানুষকে ।
তাই এবছর ভাতৃ দ্বিতীয়াতে নিজেদের দাদা ভাইকে ভাইফোঁটা দেওয়ার আগে নদীর বাঁধে ম্যানগ্রোভকে ভাইফোঁটা দিয়ে ম্যানগ্রোভকে ভাইয়ের সমতুল্য স্নেহে আপন করে নিলেন বোনেরা। পাশাপাশি সমাজকে ম্যানগ্রোভ লাগানোর এবং ম্যানগ্রোভকে বাঁচানোর বার্তা ও দেন তারা। ম্যানগ্রোভ কে ভাই ফোঁটা দেওয়ার পাশাপাশি
ম্যানগ্রোভ বাঁচাতে তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করে ছাত্র ছাত্রীরা।।ম্যানগ্রোভ কাটার প্রতিবাদ জানিয়ে, ম্যানগ্রোভ কে আপন করে যমের দুয়ারে কাঁটা দেওয়ার এই প্রচেষ্টার মুল উদ্যোক্তা হিঙ্গলগঞ্জের দুই শিক্ষক তাপস রায় ও রুপব্রত ঘোষরা জানান "ম্যানগ্রোভ বাঁচলে সুন্দরবন বাঁচবে,সুন্দরবন বাঁচলে পরিবেশ বাঁচবে " এই বার্তা টি সমাজের সকলকে পৌঁছে দিতে ও এ বিষয়ে ছাত্র ছাত্রীদের আরো বেশী করে অবগত করার মাধ্যমে সুন্দরবন কে বাঁচাতেই এই উদ্যোগ তাদের।
0 Comments