একশত টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই

 একশত টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই।


THE BENGALEE, হাড়োয়া 

গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ১০ হাজার টাকার জাল নোট সহ মাঝরাতে উত্তর ২৪  হাড়োয়া থানার হাড়োয়া রাজারহাট রোডের জোকারবিল এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিস। উদ্ধার হওয়া ১০ হাজার টাকা সব কটিই ১০০ টি একশো টাকার নোট। এদের সঙ্গে জাল নোট কারবারিদের যোগসূত্র আছে কিনা তা জানতে পুলিস ধৃত দুই দুষ্কৃতীকে পুলিশি হেপাজাত চেয়ে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Post a Comment

0 Comments