মিনাখাঁ য় এম.এল.এ কাপ ২০২৫


মিনাখাঁ য় এম.এল.এ কাপ ২০২৫-চ্যাম্পিয়ন রাধানগর আজাদ সংঘ 




THE BENGALEE TV


 বসিরহাট


সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকর এর স্মরণে প্রতি বছরের মত এ বছরও হাড়োয়ার নেতাজি ব্রাহ্মণচকের মাঠে অনুষ্ঠিত হলো এমএলএ কাপ ২০২৫। মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডলের উদ্যোগে ২রা জানুয়ারি এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। এই টুর্নামেন্টে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।টুর্নামেন্টের  ফাইনাল খেলায় এদিন রাধানগর আজাদ সংঘ ও ব্যাঁওতা রিভার্স একাদশ পরস্পর পরস্পরের প্রতিদ্বন্ধিতা করে। ফাইনালের মেগা ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, দেবরাজ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল, সহ বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক বিধায়ক ও নেতৃত্ববৃন্দ। 



বিধায়িকার উদ্যোগে MLA CUP


এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাঁওয়া রিভার্স একাদশ। নির্ধারিত কুড়ি ওভারে ২৩০ রান সংগ্রহ করে তারা।  দ্বিতীয় আর্ধে ২৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে রাধানগর আজাদ সংঘের খেলোয়াড়। শুরু থেকেই মারমুখী ছিল রাধানগর আজাদ সংঘের ব্যাটসম্যানেরা। পনেরো ওভার পর থেকে শুরু হয় উইকেট পতন। তবে সতেরো ওভার দুই বলে আট উইকেট হারিয়ে ২৩১ রান তুলে ফেলে রাধানগর আজাদ সংঘ। টুর্নামেন্টের শেষে মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল চ্যাম্পিয়ন দলের হাতে সুদৃশ্য ট্রফির পাশাপাশি দেড় লক্ষ টাকা চেক তুলে দেন তার পাশাপাশি রানার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও সেরা খেলোয়াড় ছেড়া ব্যাটসম্যান সেরা উইকেট রক্ষক ও সেরা বোলিংয়ের ও পুরস্কার তুলে দেওয়া হয় এদিন।

WATCH VIDEO IN OUR YOUTUBE CHANNEL

👇


মিনাখাঁ য় MLA CUP 2025, উপস্থিত তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব

Post a Comment

0 Comments