বিধায়কের বিরুদ্ধে কু রুচিকর পোস্টার, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ তৃণমূলের
THE BENGALEE
হাসনাবাদ
হাসনাবাদের বরুণহাট পঞ্চায়েতের খোসাল মোড় এলাকায়, হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়কের নামে পোস্টার পরে বুধবার। দুর্নীতি, টাকার বিনিময়ে পদ বিক্রি সহ একাধিক বিষয়ের উল্লেখ করে তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটির নামে বিধায়কের অপসারন চেয়ে পোস্টার পরে হাসনাবাদের ওই এলাকায়।তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে খোসালমোড় এলাকায় হাসনাবাদ-নেবুখালী গামী রাস্তার পাশে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে।প্রতিবাদ সভা শেষো রামেশ্বরপুর পর্যন্ত এক মিছিলের ও আয়োজন করা হয় তৃণমূলের তরফে। উপস্থিত ছিলেন হাসনাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম গাজী, বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের প্রধান আবুল কালাম, পাটলীখানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা সহ হাসনাবাদ, বরুণহাট রামেশ্বরপুর, পাটলীখানপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।
সভা থেকে ঘটনাকে বিরোধী দের চক্রান্ত বলে উল্লেখ করেন তৃণমূল নেতৃত্ব। চক্রান্তকারীদের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি তোলেন ব্লক সভাপতি।
সভা শেষে খোসালের মোড় থেকে রামেশ্বরপুর পর্যন্ত মিছিলে পা মেলান তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। নদী মার্তৃক এলাকা থেকে পরপর তিনবার বিধায়ক হয়ে তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিঙ্গলগঞ্জের উন্নয়ন কে ত্বরান্বিত করছেন তার জন্য হিঙ্গলগঞ্জ বাসীর হয়ে ধন্যবাদ জানান ব্লক সভাপতি। পাশাপাশি বিধায়কের চরিত্র,গুনাবলী,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার ভূমিকার কথা উল্লেখ করেন, পাশাপাশি কুৎসাকারীদের বিরুদ্ধে সুর চরান তিনি।কারো কোনো কাজে ভুল থাকলে প্রকাশ্যে এসে জানানোর কথা জানান তিনি।
0 Comments