পথ নিরাপত্তা সপ্তাহে, ছাত্র ছাত্রী দের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ পুলিশের
THE BENGALEE
হাসনাবাদ
রাজ্য সরকারের তরফে সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে সোমবার বসিরহাট পুলিশ জেলার, হাসনাবাদ ট্রাফিক গার্ডের তরফে, হাসনাবাদের তকিপুর রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ছাত্র ছাত্রী দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাধ্যমে পরিবারের সদস্যদের সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতন করতে হাসনাবাদ ট্রাফিক গার্ডের এই উদ্যোগে সামিল ছিলেন বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক ডি.এস.পি সুব্রত কুমার বারিক,হাসনাবাদ থানার আই.সি গোপাল সাহা,হাসনাবাদের ট্রাফিক ও.সি পুলক সাহা সহ হানাবাদ বিডিও অফিসের প্রতিনিধি, আমলানী পঞ্চায়েতের প্রধানা,বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা সহ অন্যান্যরা।
এদিনের পথ নিরাপত্তা বিষয়ক সেমিনারে, বিভিন্ন ঘটনাবলী ও তথ্য সমূহের বিশ্লেষনের মাধ্যমে ছাত্র ছাত্রী দের পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করেন বক্তারা। পাশাপাশি ছাত্র ছাত্রী দের ট্রাফিকের বিভিন্ন চিহ্ন ও পথ চলাচলের খুঁটি নাটি বিষয়ে সচেতন করা হয়।
হাসনাবাদ তকিপুর স্কুলে সেমিনার
হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে তাদের অবগত করা হয়। প্রাথমিক আলোচনা পর্বের শেষে ট্রাফিক বিষয়ক ও সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজনও করা হয়।হাসনাবাদের ট্রাফিক ওসির পরিচালনায় ওই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় স্থানাধিকারী দের পুরস্কৃত করা হয় হাসনাবাদ ট্রাফিক গার্ডের তরফে।
WATCH VIDEO ON YOUTUBE 👇
ROAD SAFETY WEEK CELEBRATION BY BASIRHAT POLICE DISTRICT. DISCUSSION ABOUT TRAFFIC AND QUIZ COMPITITION IN HASNABAD, WITH SCHOOL STUDENTS
ট্রাফিক ডি.এস.পি জানান,রাজ্য সরকারের পরিবহন দপ্তর ও পুলিশের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় আগামী এক সপ্তাহ চলবে এই কর্মসূচী।তারই অংশ হিসাবে প্রথম দিনে বসিরহাট পুলিশ জেলার চারটি বিদ্যালয়ে এই সেমিনার আয়োজন করা হয়ছে তার মধ্যে অন্যতম তকিপুর রাজলক্ষী স্কুল। সারা বছর ব্যাপী এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচীতে পথ দুর্ঘটনার হার আগের থেকে কমলেও এই হার আরো কমাতে মানুষকে সচেতন করতে ও সহযোগিতা করতে তারা সর্বদা প্রস্তুত জানান পুলিশ আধিকারিকরা।
FOLLOW THIS NEWS ON FACEBOOK 👇
https://www.facebook.com/share/v/1BUoDT27at
THE BENGALEE
0 Comments