লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কারের কাজে গিয়ে মৃ'ত্যু ন্যাজাট এলাকার সুমন সরদারের দেহ ফিরলো বাড়িতে,রাতেই সৎকার

 লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কারের কাজে গিয়ে মৃ'ত্যু ন্যাজাট এলাকার সুমন সরদারের দেহ ফিরলো বাড়িতে,রাতেই সৎকার।


ন্যাজাট , THE BENGALEE 



গত ২ রা ফেব্রুয়ারি, কলকাতার লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিস্কার করতে গিয়ে মৃত্যু হয় তিনজনের , তাদের মধ্যে থাকা সুমন সরদারের বাড়ি ন্যাজাট  ।

ময়না তদন্তের পর  ৩ রা ফেব্রুয়ারী গভীর রাতে সুমন সরদারের  দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়লো তার পরিবার ।রাতেই তার দেহ  দাহ করা হয় এলাকার শ্মশানে।সুমনের উপার্জনেই নির্ভরশীল ছিলো তার পরিবার। তার মৃত্যুতে দিশেহারা পরিবার পরিজন রা। পরিবারের একজন কে সরকারী চাকরি দেওয়ার দাবি পরিবারের।

Post a Comment

0 Comments