জঙ্গল থেকে পথে পথে হনুমান

 


THE BENGALEE, HINGALGANJ


এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমান। ফসলের ক্ষতি করছে তারা এমনটাই জানান স্থানীয়রা। তাদের কথায় এই হনুমান গুলি মূলত সুন্দরবনের জঙ্গলেই থাকে।খাদ্যের অভাব বা পরিবেশগত কোনো সমস্যায় বা অন্য কোনো কারনে জঙ্গলে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা। হিঙ্গলগঞ্জের বেশ কিছু এলাকায় ও সন্দেশখালির বেশ কিছু এলাকায় এই  হনুমান গুলি ঘুরে বেড়াচ্ছে। সাধারন মানুষের দেওয়া খাবার তো খাচ্ছেই, তবে অনেক ক্ষেত্রেই নষ্ট করছে ফসলও।


Post a Comment

0 Comments