সুন্দরবনের মামুদপুরে এছরের থিম শহর কলকাতা।

 

THE BENGALEE,হিঙ্গলগঞ্জ::



 সুন্দরবনের মামুদপুরে জাঁকজমকপূর্ণ সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় প্রতিবছরই।এবারও বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে মনোগ্রাহী থিমের পুজো অনুষ্ঠিত হচ্ছে। এবছর 

৫৮ তম বছরে পদার্পণ করছে হিঙ্গলগঞ্জের মামুদপুরের নেতাজি সঙ্ঘ। এবারের বাণী বন্দনায় এই ক্লাবের উদ্যোক্তাদের  ভাবনায় উঠে এসেছে শহর কলকাতা। কলকাতা শহরের বিভিন্ন রকমের দৃশ্য পট তুলে ধরা হয়েছে মন্ডপে। শহরের ফুটপাতের দৃশ্য থেকে ফুটে উঠেছে ট্রামের চিত্র, ঠেলা গাড়িও রাখা হয়েছে মন্ডপে।ফুটিয়ে তোলা হয়েছে রানী রাসমণি রোড, হাজরা রোড,  সহ একাধিক ঐতিহ্য বাহী সড়ক ও স্থান গুলিকে, তুলে ধরা হয়েছে রবীন্দ্র সরোবর, বঙ্কিমচন্দ্র লাইব্রেরী থেকে হারিয়ে যেতে বসা ডাক বাক্স কেও। 



 

Post a Comment

0 Comments