পরিস্কার পুরস্কার পৌর সম্মান ২০২৫ টাকী পৌরসভায়
THE BENGALEE, টাকী
টাকী পৌর এলাকাকে পরিস্কার রাখতে সারা বছর নিজেদের কর্তব্য পালন করেন যারা তাদের কয়কজনকে পুরস্কৃত করা হলো টাকী পৌরসভার তরফে।
বর্জ্য ব্যাবস্থাপনের পাশাপাশি, ডেঙ্গু সহ বিভিন্ন রোগ প্রতিরোধেও সরকারী নির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা মাপিক সারা বছর কাজ করেন এই দপ্তরগুলির কর্মীরা।
এলাকাকে পরিস্কার রাখা, সহ ডেঙ্গু সহ বিভিন্ন রোগের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে সমস্যা সমাধান করতে নিরলস কাজ করে চলেন হাউস টু হাউস টিম, সুপারভাইজার টিম সহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিরা।
পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু মুক্ত রাখতে যারা সহযোগিতা করেন তাদের কর্তব্য কে কুর্নিশ জানাতে সোমবার তাদের ই কয়েকজনকে পুরস্কৃত করা হয় টাকী পৌরসভার তরফে। টাকী পৌর স্বাস্থ্য ভবনের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়।
WATCH VIDEO 👉
পরিস্কার পুরস্কার পৌর সম্মান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকীর পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ কাউন্সিলর প্রদ্যুৎ দাশ,সীমা মুখার্জি,মনোরঞ্জন পাত্র, নীতা ঘোষ, নমিতা দে সহ অন্যান্নরা। আগামীদিনে সুনির্দিষ্ট রূপরেখায়, নির্দিষ্ট পদ্ধতিতে কাজের মাধ্যমে এই সকল সহযোগীদের সহায়তায় টাকী কে আরো পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার আহ্বান জানান উদ্যোক্তারা।
0 Comments